Friday, January 6, 2017

History Of Bangladeshi Saree Bangla

শাড়ীর ইতিহাস

শাড়ী নিয়ে জানার প্রথমেই জানা দরকার এই শব্দটির উৎপত্তি সম্পর্কে।  “শাড়ী” শব্দটি এসেছে সংস্কৃত “শাটি” হতে যার অর্থ “এক ফালি কাপড়” পরবর্তীতে এটি প্রাকৃত এর বিবর্তনের কারণে “শাডি” বা “সাত্তিকা” শব্দ হতে শাড়ী শব্দে পরিণত হয়েছে।

জামদানি শাড়ী


শাড়ীর উৎপত্তি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সূদুর অতীতে, ২৮০০-১৮০০ খ্রিষ্টপূর্ব সময়ে, সভ্যতার আরম্ভে।  ভারতবর্ষীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলের সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের মাঝে সেইসময়ে শাড়ীর প্রচলন খুঁজে পাওয়া গিয়েছে। সিন্ধু সভ্যতার ভাস্কর্যে পুরোহিতদের শাড়ীকেই ধুতির মতো পরিহিত অবস্থায় পাওয়া যায় এবং মনে করা হয় ধুতিই শাড়ী প্রচলনের ভিত্তি।


অন্য আরেকটি মতবাদে বলা হয়ে থাকে, ভারতবর্ষের কেরালা প্রদেশে ব্যবহৃত দুই প্রস্থের পোশাক “মান্দাম নারিয়াথাম” হতে শাড়ীর উৎপত্তি।  চোলি, উত্তরীয়া, স্তান্নাপাতা, কুরপুশিকা প্রভৃতি পোশাক ব্লাউজের মত করে পরা হত অনেকস্থানে, কিন্তু অধিকাংশ স্থানেই ব্লাউজের প্রচলন ছিল না।

No comments:

Post a Comment